বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মানবিক গুনাবলীসম্পন্ন উদার প্রকৃতির মানুষ। তিনি সার্বিক মুক্তির স্বপ্ন দেখতেন। ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বনির্ভর সোনার বাংলাদেশ ছিলো তার স্বপ্ন। জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে tekasaibd.com টেকসই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মুজিব বর্ষব্যাপী তথ্যবহুল ইতিহাস সংরক্ষণ, প্রচার ও প্রকাশ এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করেছে- “টেকসইবিডি অনলাইন প্লাটফর্ম” একটি শিক্ষা, সৃজনশীলতা, তথ্য ও গবেষণামূলক সংস্থা। এর মূখ্য উদ্দেশ্য হলো- **মহান মুক্তিযুদ্ধের চেতনায় দক্ষ জনশক্তি গড়েতোলা। **প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে বেকার সমস্যা দূরীকরণ । **মানবিক সহায়তা প্রদানসহ সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ইতিবাচক প্রদক্ষেপ গ্রহণ।