শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি : টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন টাঙ্গাইল কমিউটার ঢাকা যাচ্ছিল। পথে জয়দেবপুর জংশন স্টেশনে যাত্রাবিরতি শেষে ১০ টা ৫০ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ওই স্টেশন ত্যাগ করে। ট্রেনটি আপ লাইন দিয়ে যাওয়ার পথে ওই স্টেশনের পার্শ্ববর্তী আউটার সিগন্যালের ছোটদেওড়া কাজীবাড়ী এলাকায় ক্রসিং পয়েন্টে পৌঁছলে একই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী জ্বালানি তেলের কন্টেইনারবাহী অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি এবং কন্টেইনার বাহী ট্রেনের ইঞ্জিন সহ ৭টি বগি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে যাত্রীবাহী ট্রেনের ৪টি ও কন্টেইনারবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় উভয় ট্রেনের চালক (লোকো মাস্টার) সহ চারজন আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস এবং কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলের কন্টেইনারবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনসহ মোট ১২টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় উভয় ট্রেনের চালক (লোকো মাস্টার) সহ চারজন আহত হয়েছে। ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের পার্শ্ববর্তী ছোটদেওড়া কাজীবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তের জন্য ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তিনি আরো জানান, যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনে কোন যাত্রী আটকা পড়েনি। শুক্রবার বন্ধের দিন থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে তেমন যাত্রী ছিল না। ট্রেন দু’টি আউটার সিগনালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় উভয় ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ক্রসিং পয়েন্টে ম্যানুয়ালি লাইন পরিবর্তন করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনম্যানের অবহেলা ও সঠিক ক্লিয়ারেন্স না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি কী কারণে ঘটেছে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমটিকে আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তেলবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে এবং শুক্রবার থাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রীর সংখ্যা কম ছিল। এ ট্রেনটি ঢাকায় ফিরছিল। যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে প্রবেশ করলে সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সরকারি ছুটির দিন বলে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি অনেকটা খালি অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল। এ কারণে হতাহতের ঘটনা কম হয়েছে। দু’টি ট্রেন বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হলে তেলের কন্টেইনারের ঢাকনা খুলে তেল ছিটকে পড়ে। সংঘর্ষে তেলের একটি বগি লিকেজ হয়ে তেল ঝড়ে পড়তে থাকে। 

স্থানীয় বাসিন্দা লতিবুর রহমান ও রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি আউটার সিগন্যালের দক্ষিণে আপলাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলতে শুরু করে। এসময় বিপরীত দিক আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি একই লাইনে ঢুকে পড়লে সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে উদ্ধার কাজে কতক্ষণ সময় লাগতে পারে সে বিষয়ে তারা কিছুই বলতে পারেননি।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, শুক্রবার গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- তেলবাহী ট্রেনের লোকোমাস্টার মোঃ দেলোয়ার হোসেন (এল এম) ও সহকারি লোকোমাস্টার রিপন চন্দ্র (এ এল এম) এবং টাঙ্গাইল কমিউটারের লোকো মাস্টার হাবিবুর রহমান খান (এল এম) ও সহকারি লোকোমাস্টার সবুজ হাসান (এ এল এম)। ঘটনার পর পর এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় ট্রেনের অপর কয়েক যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিৎকিসা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। 

অপরদিকে গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘষের ঘটনার্য়  দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর একজন স্টেশন মাস্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন: আপগুন্টি স্টেশন মাস্টার মো.আবুল হাসেম, পয়েন্টস ম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান। 

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হযয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম। যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেলওয়ের দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, এ দুর্ঘটনায় কারো অবহেলা বা গাফিলতি আছে কিনা তদন্ত করে দেখা হবে। তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

অন্যদিকে রেলওয়ের পক্ষ থেকে দুইটি তদন্ত কমিটি করা হয়েছে। এরমধ্যে সিওপিএস মো. শহীদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের আঞ্চলিক কমিটি করা হয়েছে। আর রেলেওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিকমিউনিকেশন) সৌমিক শাওন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, দুই কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “হিউম্যান ফেইলিওর অথবা টেকনিক্যাল প্রবলেমের কারণে ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।”

দুপুরে এক লাইনে ট্রেন চলাচল শুরু: স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া আরো জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অপলাইনে দুর্ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পাশের ডাউন লাইন ব্যবহার করে ঢাকার সঙ্গে উত্তর উত্তরবঙ্গের ট্রেন চলাচল করছে। দুর্ঘটনার পর থেকে ডাউন লাইনেও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে দুপুর একটার দিকে ডাউন লাইনটি পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে চলে যায়। এরপর থেকে রেশনিং পদ্ধতিতে ওই পথে অন্যান্য ট্রেন চলাচল শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেন দু’টি উদ্ধারের কাজ করছিল রেলওয়ের উদ্ধার কর্মীরা।

 

খবর : ফিক্সনিউজ/ঢাকা

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।