শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।

টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।

ছবি : সংগৃহীত

অনেকেই বাজার থেকে এসি কেনার সময় টন শব্দটি শুনেছেন। টন কথাটার অর্থ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।

আরো সহজে বলতে গেলে এক টন বরফ এক ঘণ্টায় একটা ঘরের তাপমাত্রা যতটা ঠাণ্ডা করবে, এক টন এসির কার্যক্ষমতাও একই। তার অর্থ যত বেশি টন কুলিং ক্ষমতাও তত বেশি। আপনি যদি নতুন এয়ার কন্ডিশনার কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার এটি ভালো করে জানা দরকার। 

তাপের পরিমাপ হল বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট)। একটি এক টন এসি প্রতি ঘণ্টায় ১২০০০ বিটিইউ বায়ু ঘর থেকে অপসারণ করতে পারে। একটি ৩টন ইউনিট এসি ৩৬০০০ বিটিইউ বায়ু অপসারণ করতে পারে। এভাবে পরিমাণ বেশি বা কম হয়ে থাকে।

এক টন এসি মানে হলো ১২০০০ বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮০০০ বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে। এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় ঘর থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। দুই টন এসি থাকা মানে প্রতি ঘণ্টায় ২৪ হাজার বিটিইউ তাপ ঘর থেকে বের করে দেয়া।

বিশেষজ্ঞদের মতে একটি ১০০-১৩০ বর্গ ফুট ঘরের জন্য এসি প্রয়োজন ০.৮-১ টনের। তেমনিট ১৩০-২০০ বর্গফুটর ঘরের জন্য প্রয়োজন ১.৫ টন এসির। অন্যদিকে ২৫০-৩৫০ বর্গফুটের ঘরের জন্য আপনার প্রয়োজন হবে ২ টন এসির। 

৫০০ বর্গফুটের থেকে বড় কক্ষ বা হলের জন্য একাধিক এসি প্রয়োজন হবে। এইভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এসি কেনার সময় সঠিক টন বেছে নিতে পারেন।

কোনো একটি ঘরের আয়তনের সঙ্গে টনের সম্পর্ক রয়েছে। কারণ ঘরের আয়তন যত বেশি হয় ঘরে গরম হাওয়া তত বেশি হয়। সেই হিসেবে যত বেশি টনের এসি হবে তত তাড়াতাড়ি ঘর ঠাণ্ডা হবে। কারণ বেশি টন থাকার অর্থ খুব কম সময়ে বেশি গরম হাওয়া বের করা সম্ভব হবে।

যে ঘরের জন্য এসি কিনছেন সেই ঘরের পরিমাণ, ঘরের দরজা, জানালা সংখ্যা কটি, এবং সেই ঘরে কতজন থাকেন তার উপর নির্ভর করে এসির টন নির্বাচন করা দরকার।

যেমন ধরা যাক কোনো ঘরের আয়তন ১০০ বর্গফুট। সেই ঘরে মোট ৪ জন থাকেন। ঘরের জানলা সংখ্যা ৪টি এবং দরজা রয়েছে ২টি। তাহলে সেই ঘরের জন্য ১ টন এসি কেনা দরকার।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।