সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : নিহত ১৫, নিখোঁজ চারশ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : নিহত ১৫, নিখোঁজ চারশ

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্পের বসতিঘর। ছবি: সংগৃহীত

>> কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন সাড়ে পাঁচ শতাধিক। জাতিসংঘের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার (২৩ মার্চ) এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বাংলাদেশ প্রতিনিধি জোহানেস ভ্যান দের ক্লাউ।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের এই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুনে এ পর্যন্ত চার শতাধিক লোক নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই হয়তো  মারা গেছেন। এই  ঘটনায় সাড়ে পাঁচশ’রও বেশি লোক আহত হয়েছেন। প্রায় ৪৫ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও রয়টার্সের খবরে বলা হয়।

স্থানীয়, ফায়ার সার্ভিস ‍ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২২ মার্চ) বিকেল চারটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে এ আগুনে পুড়ে যায় রোহিঙ্গাদের শত শত ঘর। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা না কমে বরং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।’

পরে মধ্যরাত পর্যন্ত ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি’র সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলে জানিয়েছেন কক্সবাজার জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কন্ট্রোল অফিস জানিয়েছে, ‘সোমবার বিকেল চারটার দিকে ক্যাম্পে আগুনের সূত্রপাত ঘটে। তবে সে আগুন নিয়ন্ত্রণে আনতে রাত প্রায় দুইটা বেজে যায়।’ আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ক্যাম্পের বসতবাড়ি থেকে ধোঁয়া উড়ছিলো। বিবিসি জানিয়েছে, আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে মঙ্গলবার সকালেও সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।’ 

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অনেক জায়গা থেকে ধোঁয়া উড়ছে। আমাদের টিমগুলো এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদের ঘর পরিষ্কার করার কাজ শুরু করছে।

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।