শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

ভয়ংকর রূপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ

ভয়ংকর রূপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ

প্রতীকী ছবি : মরণঘাতী করোনাভাইরাসে অনুবীক্ষণ রূপ


>> দেশে গত একদিনে প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যু কমলেও নতুন আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা এক লাফে সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (২৩ মার্চ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৫৪ জন।

দৈনিক শনাক্ত এ রোগীর সংখ্যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে, যা ৫ ডিসেম্বরের পর সবচেয়ে বেশি। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ১৮ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৫৫৪ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এরপর শনাক্ত ও মৃত্যু কখনও বাড়তে আবার কখনও কমতে দেখা যায়। তবে সর্বশেষ কয়েকদিন শনাক্ত ক্রমান্বয়ে বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন হয়েছে। এসময়ে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৬ হাজার ৩৫৭টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি নমুনা। এর মধ্যে সরকারি  ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৩ হাজার ২৬১টি।

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।