সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

ঢাকা-নিউ জলপাইগুড়ি 'মিতালী এক্সপ্রেস' উদ্বোধন ২৭ মার্চ

ঢাকা-নিউ জলপাইগুড়ি 'মিতালী এক্সপ্রেস' উদ্বোধন ২৭ মার্চ

নীলফামারীতে উদ্বোধনের অপেক্ষায় মিতালী এক্সপ্রেস। ছবি-সংগৃহীত

>> ঢাকা-নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর ঘোষণা আসছে ২৭ মার্চ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এই ট্রেন চালুর ঘোষণা দেবেন। তবে মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হলে ট্রেন চলাচল শুরু হবে না।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, 'ট্রেনটির মিতালী এক্সপ্রেস নামে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে এ ট্রেন চলাচল করবে।' 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেনটি সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে (ট্রেন নম্বর-৩১৩১) ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। পরের দিন সকাল ৭টা ৫ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে। আর রোববার ও বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে (ট্রেন নম্বর-৩১৩২) ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে।

নীলফামারীর চিলাহাটি প্রবেশ করবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে পৌঁছবে রাত সাড়ে ১০টায়। এ পথে যাতায়াত দূরত্ব হবে ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে ভারতীয় অংশে ৮৪ কিলোমিটার।
মিতালী একপ্রেসে মোট ১০টি বগি থাকবে। এসি সিট ১৪৪টি, এসি চেয়ার ৩১২টি এবং এসি বার্থ থাকছে ৯৬টি। এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্স মিলে ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি চেয়ার ২ হাজার ৭০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, ‘চাহিদা অনুসারে সেখানে বগি দিয়ে ইমিগ্রেশন করে যাত্রী উঠানো হবে। চিলাহাটি স্টেশন থেকে যে যাত্রী উঠানামা করবে সে স্টেশনে শুধুমাত্র এসি চেয়ার শ্রেণিতে আসন বরাদ্দ থাকবে।' 

প্রাথমিকভাবে ভারতীয় রেক (বগি) দিয়ে ট্রেন চলাচল করবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, 'আয়ের আনুপাতিক অংশ পারস্পরিক আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।' <<

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।