সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

অস্থিতিশীলতার জন্য একমাত্র দায়ী ওবায়দুল কাদেরের স্ত্রী: কাদের মির্জা

অস্থিতিশীলতার জন্য একমাত্র দায়ী ওবায়দুল কাদেরের স্ত্রী: কাদের মির্জা

ফাইল ফটো, কাদের মির্জা

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আবদুল কাদের মির্জা বলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী তারা।

বসুরহাটে সংঘর্ষে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় পৌর মেয়র কাদের মির্জা ও তার ছেলেসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রোববার আদালতে মামলার আবেদন যাওয়ার পর তিনি এ কথা বলেন।

সন্ধ্যায় ফেসবুক লাইভে বসুরহাট পৌরসভার এই মেয়র বলেন, কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য একমাত্র দায়ী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী এড. ইশরাতুন্নেছা কাদের। মন্ত্রীর (সেতুমন্ত্রী) ওপর তার স্ত্রী প্রভাব খাটাচ্ছে। 

গত জানুয়ারির ভোটে দ্বিতীয় দফায় বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া কাদের মির্জা প্রথম আলোচনায় এসেছিলেন যে বক্তব্য দিয়ে, সেখানেও ভাবির বিরুদ্ধে অভিযোগ ছিল তার।

তিনি বলেন, এর সঙ্গে যোগ হয়েছে অপরাজনীতির হোতা নোয়াখালীর এমপি একরাম, ফেনীর এমপি নিজাম হাজারী এবং তাদের সহযোগীরা। এরা মন্ত্রীর পরিচয় দিয়ে ও প্রভাব খাটিয়ে বিআরটিএ লুটেপুটে খাওয়া তার পিএ জাহাঙ্গীর প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে নানা কিছু করছে। 

‘নুরুল করিম জুয়েল ঢাকায় বসে এখানকার সন্ত্রাসীদের উৎসাহিত করছে আমাকে হত্যা করার জন্য। সেদিনের ঘটনায় পাঁচ শতাধিক গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। আমার কয়েকজন কর্মী এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে। কেউ কোনো খবর রাখেনি।  

তাকে জড়িয়ে আলাউদ্দিন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়েরকে ষড়যন্ত্র উল্লেখ করে আবদুল কাদের মির্জা বলেন, যতো ষড়যন্ত্র, চক্রান্ত আপনারা করেন; জনগণের হৃদয় থেকে আমাকে কখনো সরাতে পারবেন না।

মামলায় তার ছেলে তাশিককে আসামি করার বিষয়ে কাদের মির্জা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলেটা ঢাকাতে ইউনিভার্সিটিতে পড়ে। তার পরীক্ষা চলছে, সে ঢাকায়। তাকেও এ হত্যা মামলায় আসামি করা হয়েছে। 

ফেসবুক লাইভে তিনি আরও বলেন, আমি বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। নেত্রী বিষয়টা দেখবেন বলেছেন।

শরীরে এক ফোঁটা রক্ত থাকাবস্থায় সত্য কথা বলে যাবেন বলে জানান তিনি। বললেন, তুমি গোলাপ ভরা ফুলদানি ভেঙে ফেলতে পার, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছে ফেলতে পারবে না। আমাকেও জনগণের হৃদয় থেকে ষড়যন্ত্রকারীরা মুছে ফেলতে পারবে না। 

তিনি তার অনুসারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসনের সহযোগিতা না পেলে আমি পূর্ব ঘোষিত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবাষির্কীর কর্মসূচিসমূহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পালন করব।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।