সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে

অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ফাইল ছবি।

মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, কিন্ত অতীতের নোংরা রাজনীতির অভিজ্ঞতাগুলো যেন আর না আসে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ভাঙ্গন কবলিত এলাকায় নদী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদের পণ্ডিতের হাট এলাকা ভাঙ্গন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ নামের প্রকল্পটির দৈর্ঘ্য হবে ৩১ কিলোমিটার। যা শেষ করতে প্রয়োজন হবে ৩ হাজার ৮৯.৯৭ কোটি টাকা ।

অন্যদিকে স্থানীয়ভাবে জানা যায়, ২০১৪ সালের ৫ আগষ্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মেঘনার ভাঙন রক্ষাকল্পে রামগতি ও কমলনগরের জন্য ১৩’শ কোটি টাকার বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছিল একনেক। কিন্ত পরে ওই প্রকল্পের অধীন নদী তীর সংরক্ষণ (১ম পর্যায়)’ শীর্ষক ১শ ৯৮ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পর সে প্রকল্পটি শেষ হয়।

সে প্রকল্পটির অধীন রামগতির লঞ্চঘাটে ১ কিমি, আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে শুরু করে হাসপাতাল পার হয়ে পুর্ব আলেকজান্ডার মন্তাজ পাটোয়ারীর বাড়ির সামনে ভেঙে যাওয়া স্কুল পর্যন্ত সাড়ে ৩ কিমি কিলোমিটার এবং কমলনগরের মাতব্বরনগর এলাকায় ১ কিমি বেঁড়িবাঁধ হয়। 

২০১৮ সালে সে প্রকল্পটি বাতিল করে পানি উন্নয়ন বোর্ড। গোপনে সে প্রকল্পটি বাতিল হলেও ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত রামগতি কমলনগরের মানুষ তা জানতো না। এলাকার মানুষ জানতো প্রকল্প চলছে হয়তো অর্থ নেই। সে কারণে নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে বর্তমান সংসদ সদস্য মেজর (অব) আবদুল মান্নান বিভিন্ন জনসভায় মেঘনার ভাঙ্গনরোধে  দ্রুত কাজ চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্ত নির্বাচনের পরপরই ২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি জানতে পারেন, আগের প্রকল্পটি বাতিল হয়েছিল বহু আগে।

২০১৯ সালে বর্তমান সাংসদ প্রথম দিন কমলনগরের মাতব্বরহাট পরিদর্শনে গেলে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর জেলা কর্মকর্তারা জানান, পূর্বের কোন প্রকল্প নেই। সেদিন সাংবাদিক হিসেবে আমি নিজেও   উপস্থিত ছিলাম। এরপর হাজিরহাট উপকূল কলেজে আয়োজিত এক সভায় স্থানীয় এলাকাবাসীসহ সাংবাদিকদের সাংসদ পূর্বের প্রকল্প যে বাতিল হয়েছে তার প্রমাণসহ বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তারপর থেকে কমলনগর-রামগতির জন্য নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু হয়। যার প্রেক্ষিতে আজ ১ জুন ২০২১ তারিখে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল একনেক সভায় নতুন এ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

আমার এ অভিজ্ঞতা তুলে ধরা প্রয়োজন এ জন্য যে, অতীতে শুধু ক্রেডিট নিয়ে রাজনীতি হয়েছে। সে কারণে আগের প্রকল্প মাঝ পথে শেষ হয়েছিল। এবার যেন  সেই অপরাজনীতির মধ্যে না পড়ে এ বৃহৎ প্রকল্প। 

আমি আগেও এমন কিছু বক্তব্য তুলে ধরার কারণে রাজনৈতিক কিছু অন্ধভক্ত লোক আমার লেখায় সমালোচনা করেছিলেন। আসুন এবার সবাই ঐক্যবদ্ধভাবে মাতৃভূমি রক্ষার যোদ্ধা হই। প্রধানমন্ত্রীর দেয়া প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করি।

 

লেখক : সানাউল্লাহ সানু, লেখক, সাংবাদিক।  

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।