সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস

ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস

ফাইল ছবি, ড. ইউনুছ

নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস। ভার্চুয়ালি হাইকোর্টে হাজির হয়ে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।  গ্রামীণ টেলিকমের ৩৮ জন কর্মীকে চাকরিতে পুনর্বহাল না করার অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আশরাফুল হাসানও নিঃশর্ত ক্ষমার আবেদন করেন।

এ সংক্রান্ত আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা চাকরিতে বহাল আছেন এবং সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। এছাড়া সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে যদি কিছু হয়ে থাকে তবে সেজন্য ক্ষমাপ্রার্থী।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ আবেদন দেওয়া হয়। আদালত ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদের পরবর্তী তারিখে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের ওপর ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।

আদালতে ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। গ্রামীণ টেলিকমের কর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

গ্রামীণ টেলিকমের ৩৮জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগ এনে ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান এ আবেদন করেন। এ আবেদনে গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট  ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানকে তলব করেন। তাদের ভার্চুয়ালি হাজির হয়ে চাকরিচ্যুত ৩৮ জনকে পুনর্বহাল না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

মো. কামরুজ্জামানসহ গ্রামীণ টেলিকমের ৯৯ জন কর্মচারীকে গতবছর ২৫ অক্টোবর চাকরিতে থেকে অপসারণ করা হয়। এ নিয়ে হাইকোর্টে ৩৮টি রিট আবেদন করে। এসব রিট আবেদনে হাইকোর্ট গতবছর ৬ ডিসেম্বর এক আদেশে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। পাশাপাশি তাদের চাকরি থেকে অপসারণের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। এই আদেশের পরও তাদের চাকরিতে পুনর্বহাল না করায় হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন মো. কামরুজ্জামান।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।