সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

ফাইল ছবি

নিউজ ডেক্ম : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক এই নমুনা প্রশ্নপত্রটি (এমসিকিউ) প্রস্তুত করেছেন জুবায়ের আহম্মেদ-

১।        দহগ্রাম ছিটমহল বাংলাদেশের কোন জেলায়?

ক. লালমনিরহাট          খ. রংপুর

গ. দিনাজপুর    ঘ. কুড়িগ্রাম

২। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

ক. ১৭ এপ্রিল     খ. ১৪ ডিসেম্বর

গ. ১৬ ডিসেম্বর            ঘ. ১৮ ডিসেম্বর

৩। কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত?

ক. নাটোর খ. ঢাকা গ. কুমিল্লা ঘ. নঁওগা

৪। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

ক. আর্লিবার্ড হল খ. কসমস

গ. ওবেরি হল    ঘ. এস্ট্রোলার হল

৫।        কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ?

ক. কামার খ. প্রিয় গ. জেলে  ঘ. মানুষ

৬।        যে পরিমাণ খাদ্যে ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের ৮ সপ্তাহ চলবে?

ক. ৪৫০ জন      খ. ৫০০ জন

গ. ৫৫০ জন      ঘ. ৬০০ জন

৭।        ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

ক. পক প্রণালী      খ. হরমুজ প্রণালী

গ. জিব্রাল্টার প্রণালী ঘ. মালাক্কা প্রণালী

৮। মানবদেহে কত জোড়া ক্রমোজম থাকে?

ক. ২১ জোড়া খ. ২২ জোড়া

গ. ২৩ জোড়া ঘ. ২৪ জোড়া

৯। ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত?

ক. ৫২.৫ খ. ৬০.৫ গ. ৬২.৫ ঘ. ৬৫.৫

১০। ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা দিতে হবে?

ক. ২৪ টাকা      খ. ৪২ টাকা

গ. ৪৪ টাকা      ঘ. ৪৬ টাকা

১১। ‘বরণের যোগ্য যিনি’—বাক্যটির এককথায় প্রকাশ কী হবে?

ক. বরেণ্য খ. বীর গ. বীরপুরুষ ঘ. বরণীয়

১২। ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?

ক. সুনীল গঙ্গোপাধ্যায় খ. রাজ শেখর বসু

গ. সমর সেন         ঘ. সমরেশ মজুমদার

১৩। কোনটি কার্বনের রূপভেদ?

ক. ডায়মন্ড      খ. জিপসাম

গ. চুনাপাথর     ঘ. ম্যাগনেটাইট

১৪। একটি বাড়ির উচ্চতা ৪০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট উঁচুতে রাখা হয়েছে। ওপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট?

ক. ৪০ খ. ৯ গ. ৪৯ ঘ. ৪১

১৫। ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?

ক. ১৪৬ খ. ৯৯ গ. ১০৫ ঘ. ১০৭

১৬। ‘লাঠালাঠি’—এটি কোন সমাস?

ক. প্রাদি সমাস খ. ব্যতিহার বহুব্রীহি সমাস গ. তত্পুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস

১৭। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

ক. বিদ্রোহী                  খ. প্রলয়োল্লাস

গ. আনন্দময়ীর আগমনে           ঘ. নারী

১৮। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

ক. রাজা ধর্মসেন খ. রাজা সীমান্ত

গ. রাজা ধর্মপাল ঘ. লক্ষণ সেন

১৯। রয়টার্স কী?

ক. বইয়ের নাম             খ. পত্রিকার নাম

গ. সংবাদ সংস্থা             ঘ. বেতার সংস্থা

২০। শ্বেতকণিকার গড় আয়ু কত দিন?

ক. ১-১৫ দিন খ. ১-১৪ দিন

গ. ১-১২ দিন ঘ. ১-১৩ দিন

২১। Verb of ‘Number’ is—

ক. numerical   খ. number

গ. enumerate  ঘ. numbering

২২। Slow and steady —- the race.

ক. wins  খ. win  গ. won  ঘ. has won

২৩। Degree : Temperature—

ক. Time : Length  খ. Ounce : Weight

গ. Fathom : Volume

ঘ. Mass : Energy

২৪। Which one is a common noun?

ক. Salt             খ. Infant

গ. Studentship             ঘ. Army

২৫। The verb ‘succumb’ means—

            ক. win             খ. achieve

            গ. conquer       ঘ. submit

উত্তর মিলিয়ে নিন  -  ১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।