সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

নরসিংদীর চরদিঘলদীতে আবারো তিন জন টেঁটাবিদ্ধ

নরসিংদীর চরদিঘলদীতে আবারো তিন জন টেঁটাবিদ্ধ

ফাইল ফটো

নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চল চরদীঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন টেঁটাবিদ্ধে আহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। একই ঘটনায় টেঁটাবিদ্ধ দুইজনের পরিচয় জানা গিয়েছে ।তারা হলেন, হযরত আলীর ছেলে মো. ইউনুস (২১) ও নাসির মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩০)। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত অপর টেঁটাবিদ্ধ ব্যক্তিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত দুইজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই চরদীঘলদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। দুইটি গ্রুপের একটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও অন্যটির নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর পাঁচটার দিকে শওকত আলীর সমর্থকরা চেয়ারম্যান আবু মনসুরের সমর্থকদের বাড়িঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে ছিল টেঁটা, দা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র। ওই হামলায় তিন জন টেঁটাবিদ্ধসহ মোট মোট পাঁচজন আহত হন।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন টেঁটাবিদ্ধ মো. ইউনুস অভিযোগ করে বলেন, শওকত আলীর সমর্থকরা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলা চালায়। আলী হোসেন, আলী আজগর, জাহাঙ্গীর, আজিজ, নূর মোহাম্মদ ও মুক্তারসহ শতাধিক লোক মিলে এই হামলা চালিয়েছেন বলে তার অভিযোগ ।

নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোজী সরকার বলেন, একজনকে টেঁটাবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার হাত ও পা থেকে টেঁটা অপসারণ করা হয়েছে। এছাড়া আরও দুজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চরদীঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর জানান, গতমাসের ১৭ তারিখে ওই গ্রুপের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের জমি সংক্রান্ত একটি বিরোধ হয়েছিল। ওই সংঘর্ষে আমাদের লোকজন আহত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। গতকাল সন্ধ্যায় তারা যার যার বাড়িতে ফিরলে আজ ভোরে শওকত আলীর লোকজন পুনরায় এই হামলা চালায়। এতে আমার পাঁচ সমর্থক টেঁটাবিদ্ধ ও আহত হয়েছেন।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বা আমার সমর্থকরা কোনভাবেই এই হামলার সঙ্গে জড়িত নই। এলাকায় মাদক ব্যবসা করে এমন তৃতীয় একটি পক্ষ এই হামলা চালিয়ে এর দায় আমাদের ওপর চাপাতে চাচ্ছে।

মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।