সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

আমদানি হিসাব রাখছে এনবিআর : অধিক দামে পণ্য বিক্রি করলেই ব্যবস্থা

আমদানি হিসাব রাখছে এনবিআর : অধিক দামে পণ্য বিক্রি করলেই ব্যবস্থা

ফাইল ফটো

দেশের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত মুনাফা লাভের আশায় বেশি দামে খাদ্যপণ্য বিক্রি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে শুল্ক গোয়েন্দা সংস্থা আমদানি নিষিদ্ধ করার মতো কঠোর ব্যবস্থা নিতে পারবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা যায় এর জন্য জেল-জরিমানার মতো কঠোর আইনী পদক্ষেপ নিতে আমদানিকারক প্রতিষ্ঠানের সকল তথ্য স্বরাষ্ট্র, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকারে পাঠানোর সুপারিশ করা হবে।

গত ১ জুলাই থেকে দেশের কোন কোন ব্যবসায়ী কী পরিমাণ পেঁয়াজ, খেজুর, ভোজ্য তেল, ছোলা, চিনি ও ডাল কত দামে আমদানি করেছেন তার তালিকা তৈরির কাজ শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত শনিবার থেকে শুরু করা এই তালিকা তৈরির কাজ আসন্ন ঈদ পর্যন্ত চলবে। রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, প্রতি মাসে পাঁচ-ছয় হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা থাকলেও শুধু রমজানে ৪০ থেকে ৫০ হাজার টন লাগে। রোজা ঘিরে আমদানিকারকরা এরই মধ্যে প্রায় ৪০ হাজার টন খেজুর আমদানি করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, বছরে ভোজ্য তেলের চাহিদা ২৪ লাখ টন। রমজানে চাহিদা থাকে আড়াই থেকে তিন লাখ টন। সারা বছর ১৮ লাখ টন চিনির চাহিদার তিন লাখ টনই লাগে রোজায়। সারা বছর পাঁচ লাখ টন মসুর ডালের মধ্যে শুধু রোজায় লাগে ৮০ হাজার টন। বছরে ৮০ হাজার টন ছোলার ৮০ শতাংশই রোজায় লাগে। বছরে ২৫ লাখ টন পেঁয়াজের পাঁচ লাখ টনই দরকার হয় এ মাসে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ কালের কণ্ঠকে বলেন, শবেবরাতের কয়েক দিন আগে থেকে রমজানের কেনাকাটা শুরু হয়। প্রতিবছরই এ সময়ে কিছু খাদ্যপণ্যের চাহিদা কয়েক গুণ বাড়ে। অতীতে দেখা গেছে, এই চাহিদা সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কিংবা আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কিনেছেন এমন মিথ্যা তথ্য দিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন। ব্যবসায়ীর কারসাজিতে বাধ্য হয়েই ভোক্তাকে এসব পণ্য কয়েক গুণ বেশি দামে কিনতে হয়। এবার রমজানে এসব কারসাজি রোধে আমদানিকারকদের আমদানির তথ্য শুল্ক গোয়েন্দারা অধিক গুরুত্ব দিয়ে সংগ্রহ করছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করেন লাভের জন্য। কিন্তু নিজের পকেট ভারী করতে মানুষকে কষ্ট দিয়ে জিম্মি করে কয়েক গুণ বেশি দামে বিক্রি করা হলেই ধরা হবে। বাজারে কোনো পণ্য অতিরিক্ত বেশি দামে বিক্রি হলে খোঁজ নেওয়া হবে, তা কোন আমদানিকারক কী দামে কী পরিমাণে এনে কোন পাইকারি বিক্রেতার কাছে কত দামে বিক্রি করেছেন। যদি দেখা যায়, আমদানিকারক আমদানি করা দামের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেছেন, তাহলে ওই আমদানিকারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবারের রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এরই মধ্যে এ ছয় পণ্যেও শুল্ককর কমানো বা মওকুফ করেছে এনবিআর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, এতে এ ছয় খাদ্যপণ্য এরই মধ্যে গত বছরের তুলনায় বেশি আমদানি করা হয়েছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে পাম অয়েল আমদানি করা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২০৮ টন, গত পুরো অর্থবছর আমদানি করা হয়েছিল আট লাখ ৭৬ হাজার ৪৩৫ টন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত ডিসেম্বরে এক লাখ ৪৩ হাজার টন চিনি আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলা হয়েছে। জানুয়ারিতে তা বেড়ে দুই লাখ ৩৩ হাজার টন হয়েছে। ডিসেম্বরে ৫১ হাজার টন ছোলা, মসুর ও অন্যান্য ডাল আমদানির ঋণপত্র খোলা হয়। জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৯৫ হাজার টন। ডিসেম্বরে ১৪ হাজার টন খেজুরসহ অন্যান্য ফল আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। জানুয়ারিতে এ হিসাব বেড়ে হয়েছে ২৩ হাজার টন। তিন লাখ দুই হাজার টন ভোজ্য তেল আমদানির ক্রয়াদেশ দিয়েছেন ব্যবসায়ীরা। জানুয়ারিতে দেওয়া হয় দুই লাখ ৭১ হাজার টনের। ডিসেম্বরে প্রায় ১২৩ মিলিয়ন ডলারের সমমূল্যের তেলবীজ আমদানি করা হয়েছে।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।