সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

২৬৯ টি পদে বাংলাদেশ ডাক বিভাগ জনবল নিয়োগ দিচ্ছে, আপনিও আবেদন করুন

২৬৯ টি পদে বাংলাদেশ ডাক বিভাগ জনবল নিয়োগ দিচ্ছে, আপনিও আবেদন করুন

ফাইল ছবি

বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি দেশব্যাপী মোট ২৬৯টি পদে লোকবল নিয়োগ দেবে। যোগ্যতানুযায়ী চাকুরি প্রার্থী আগ্রহী নারী-পুরুষ যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন- 

আগ্রহীরা চাকুরি প্রার্থীরা http://dgbpo.teletalk.com.bd/ (এই লিংকে) ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্যই পদ অনুসারে আবেদন ফি প্রদান করতে হবে। নিদ্ধারিত আবেদন ফি’র পরিমান বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ডাক বিভাগ
পদের সংখ্যা - মোট ২৬৯টি

কাজের ধরন- পূর্ণকালীন, কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে

১) পদের নাম- ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস

পদের সংখ্যা- ৯১
যোগ্যতা- স্নাতক পাস।

বেতন ১১৩০০-২৭৩০০ টাকা

২) পদের নাম- স্ট্রীপার কাম রিটাচার

পদের সংখ্যা-১টি

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস।

বেতন-১১৩০০-২৭৩০০ টাকা

৩) পদের নাম- সহকারী

পদের সংখ্যা ৪টি

যোগ্যতা- স্নাতক পাস।

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

৪) পদের নাম- সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা -৬টি

যোগ্যতা-  স্নাতক পাস।

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

৫) পদের নাম- উপজেলা পোস্ট মাস্টার

পদের সংখ্যা - ৯৬টি

যোগ্যতা- স্নাতক পাস।

বেতন -১১০০০-২৬৫৯০ টাকা

৬) পদের নাম- কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা -১টি

যোগ্যতা- স্নাতক পাস ও  কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী

বেতন-১১০০০-২৬৫৯০ টাকা

৭) পদের নাম- মনোটাইপ কীবোর্ড অপারেটর

পদের সংখ্যা-১টি

যোগ্যতা- স্নাতক পাস ও ২ বছরের অভিজ্ঞতা

বেতন -১১০০০-২৬৫৯০ টাকা

৮) পদের নাম- উচ্চমান সহকারী

পদের সংখ্যা-৩টি

যোগ্যতা-স্নাতক পাস ও টাইপিংয়ে দক্ষতা

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা

৯) পদের নাম- সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা - ৮টি

যোগ্যতা-স্নাতক পাস ও টাইপিং জানতে হবে।

বেতন -১০২০০-২৪৬৮০ টাকা

১০) পদের নাম- ক্যাশিয়ার

পদের সংখ্যা-১টি

যোগ্যতা-স্নাতক পাস।

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা

১১) পদের নাম- মেশিনম্যান

পদের সংখ্যা - ১টি

যোগ্যতা- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস ও সত বছরের অভিজ্ঞতা।

বেতন-১০২০০-২৪৬৮০ টাকা

১২) পদের নাম- একাউন্টস অ্যাসিসটেন্ট

পদের সংখ্যা- ৪টি

যোগ্যতা- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।

বেতন-৯৭০০-২৩৪৯০ টাকা

১৩) পদের নাম- ড্রাফটম্যান

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা-ড্রাফটসম্যানশীপে ওপর সার্টিফিটেক কোর্স সম্পন্ন

বেতন-৯৭০০-২৩৪৯০ টাকা

১৪) পদের নাম- ড্রাইভার হালকা ও ভারী

পদের সংখ্যা-৪টি

যোগ্যতা- মাধ্যমিক পাস। হালকা ও ভারী যানবাহন চালনায় দুই বছরের অভিজ্ঞতা

বেতন- ৯৭০০-২৩৪৯০ (ভারী) ও ৯৩০০-২২৪৯০ (হালকা) টাকা

১৫) পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা-৫টি

যোগ্যতা- কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস।

বেতন -৯৩০০-২২৪৯০ টাকা

১৬) পদের নাম- মেশিনিষ্ট

পদের সংখ্যা -১টি

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস।

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

১৭) পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর

পদের সংখ্যা- ৪টি

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাস।

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

১৮) পদের নাম- পোস্টার অপারেটর

পদের সংখ্যা - ১টি

যোগ্যতা-উচ্চ মাধ্যমিক পাস।

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

১৯) পদের নাম- গ্রেনিং মেশিনম্যান

পদের সংখ্যা-১টি

যোগ্যতা- মাধ্যমিক পাস।

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

২০) পদের নাম- সহকারী মেশিনম্যান

পদের সংখ্যা-১টি

যোগ্যতা-মাধ্যমিক পাস।

বেতন-৯৩০০-২২৪৯০ টাকা

২১) পদের নাম- বাইন্ডার হেলপার

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা- মাধ্যমিক পাস।

বেতন -৮৫০০-২০৫৭০ টাকা

২২) পদের নাম- ইনকম্যান

পদের সংখ্যা-২টি

যোগ্যতা- মাধ্যমিক পাস।

বেতন-৮৫০০-২০৫৭০ টাকা

২৩) পদের নাম- প্যাকার

পদের সংখ্যা- ২টি

যোগ্যতা- মাধ্যমিক পাস

বেতন-৮৫০০-২০৫৭০ টাকা

২৪) পদের নাম- পোর্টার

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা- মাধ্যমিক পাস।

বেতন-৮২৫০-২০০১০ টাকা

২৫) পদের নাম- অফিস সহায়ক

পদের সংখ্যা- ১৬টি

যোগ্যতা-মাধ্যমিক পাস

বেতন-৮২৫০-২০০১০ টাকা

২৬) পদের নাম- নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা- মাধ্যমিক পাস।

বেতন-৮২৫০-২০০১০ টাকা

২৭) পদের নাম- পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

পদের সংখ্যা- ২টি

যোগ্যতা- অষ্টম শ্রেণি

বেতন-৮২৫০-২০০১০ টাকা

২৮) পদের নাম- পরিচ্ছন্নতা কর্মী ( ক্লিনার)

পদের সংখ্যা- ১টি

যোগ্যতা- অষ্টম শ্রেণি পাস

বেতন- ৮২৫০-২০০১০ টাকা


আবেদনের সময় : আবেদন শুরু হবে ১৩ জুলাই। চলবে ১১ আগষ্ট পর্যন্ত।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।