সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

আত্মহত্যার হুমকি দিলেন কাদের মির্জা

আত্মহত্যার হুমকি দিলেন কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। ছবি-সংগৃহীত

>> নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, গত সংসদ নির্বাচনে যেভাবে হুসেইন মুহম্মদ এরশাদকে তার বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে অসুস্থ বলে ভর্তি করা হয়েছিল। আমার বিষয়েও সে ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এটা অত্যন্ত দুঃখজনক। দেশবাসীকে জানাচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গেই আত্মহত্যা করব।’

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি। 

আবদুল কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের তার স্ত্রীর (অ্যাড. ইশরাতুন্নেছা কাদের) প্ররোচনায় এটা করছেন। আমি কোনো অপশক্তির কাছে মাথানত করব না। মেরে ফেলবেন, জেলে দেবেন, লাঞ্ছিত করবেন, আর কী বাকি আছে?’ তিনি বলেন, ‘এখনও এখানে (বসুরহাট) পুলিশি তাণ্ডব চলছে। আমার চতুর্দিকে ঘেরাও করে রেখেছে।’

কাদের মির্জা অভিযোগ করেন, ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া ফেনীর নিজাম হাজারী, নোয়াখালীর একরাম চৌধুরী, বাদলের নেতৃত্বে কোম্পানীগঞ্জের সব জাসদ এক হয়ে আমার পৌরসভায় দুই হাজার গুলি চালিয়েছে। পুলিশ অ্যাসল্ট ও হত্যা মামলাসহ কয়েকটি মামলা করেছে। এসব মামলা আমি ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার একমাত্র ছেলেকেও (তাশিক মির্জা) হত্যা মামলার আসামি করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ গিয়ে তদন্তের নামে আমার নিরীহ কর্মীদের পরিবার-পরিজনের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাই আমার সঙ্গে আছে। আর এদেরই মিথ্যা মামলায় পুলিশ হয়রানি করছে। এটা কি একটা সভ্য দেশ, কোথায় মানবাধিকার, দেশে কি মানবাধিকার সংস্থা নেই।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘এটা হচ্ছে ওবায়দুল কাদেরের আইওয়াশ মাত্র। 

এক দেশে দুই আইন। ওদের লোকদের জামিন হয়, আমার লোকদের জামিন হয় না। আমার লোকেরা ঢাকায় উচ্চ আদালতে ও নোয়াখালীর আদালতের বারান্দায় ঘুরে বেড়ায়। বিচার করার কেউ নেই। অপরাজনীতি ও অপকর্মের সঙ্গে যারা জড়িত তারাই আওয়ামী লীগের সব পর্যায়ে নেতৃত্বে আছে।’ <<

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।