সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন

ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন

সুপারস্টার শাকিব খান

>> এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন ঢাকাই সিনেমার নায়কদের সিংহাসনে। বছরের ব্যবসা সফলের দিকে সব সময় এগিয়ে তার অভিনীত সিনেমা। যার সিনেমা মুক্তি পেলেই দর্শকদের লাইন পড়ে যায় টিকিটের জন্য।

একটি ইন্ড্রাস্টির পরিচালক-প্রযোজকদের ভরসার কেন্দ্রবিন্দু। লগ্নিকৃত অর্থ ফেরতের নির্ভরযোগ্য নাম। অভিনয়ই যাকে করে তুলেছে সুপারস্টার। ভক্তের কাছে তিনি কিং খান। বলছি চিত্রনায়ক শাকিব খানের কথা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়কের আজ রোববার জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। এ নায়কের জন্মদিনে দৈনিক প্রতিনিধির পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

বর্তমানে পাবনায় অবস্থান করছেন শাকিব খান। সেখানে ব্যস্ততার মাঝেই কাটবে তার এবারের জন্মদিন। কারণ সেখানে চলছে তার নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং। এটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। 

শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে অনেক সিনেমাতেই অভিনয় করেছি। অভিনয়ে শাকিব এখন অনেক ম্যাচিউরড। দীর্ঘদিন ধরে একই অবস্থানে টিকিয়ে রাখাটাও একটা যুদ্ধ। সেই যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে শাকিব জয়ী। তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। তাকে আল্লাহ সুস্থ রাখুন।’

দুই বাংলার দর্শকপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদও শাকিবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করা হয়েছে। দীর্ঘদিন চলচ্চিত্রে শক্ত অবস্থানে টিকে থাকার জন্য অবশ্যই যোগ্যতা লাগে। একজন নায়কের যেসব গুণ থাকা প্রয়োজন তার সবই আছে শাকিবের। ওর কাছে আমার একটাই চাওয়া থাকবে, আর তা হলো- মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে; আগামীতে যেন সেই মানুষের কল্যাণে কাজ করে।’

ঢাকাই সিনেমার অত্যন্ত মিষ্টি নায়িকা পূর্ণিমা এই নায়ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের প্রায় একই সময়ে সিনেমায় পথচলা শুরু। শুরু থেকেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অদম্য চেষ্টা শাকিবের ছিল। সিনেমার জন্য শ্রম, অধ্যবসায়, ভালোবাসা অটুট থাকাই তাকে আজ সুপারস্টারে পরিণত করেছে। সময়ের সাথে শাকিব নিজের লুক, গেটআপেরও পরিবর্তন করেছে। সব মিলিয়েই শাকিব তার স্বপ্নপূরণ করতে পেরেছে, এটাই অনেক বড় প্রাপ্তি।’

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে পথচলা শুরু হয় আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে ছিলেন নবাগত কারিশমা শেখ। 

কিন্তু দর্শক শাকিব খানকে প্রথম দেখেন সোহানুর রহমান সোহান পরিচালিত ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। এরপর নিয়মিত অভিনয় করতে থাকেন শাকিব খান। 

তবে শাকিবের উত্থান শুরু ২০০৬ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক তিনি। অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যায়। কিন্তু শাকিব বহাল রয়েছেন নায়কদের রাজত্বের সিংহাসনে। গত এক যুগে শাকিব খানের বিকল্পও কেউ হতে পারেনি। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেই চলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছেন নিজেকেও। মনোযোগী হচ্ছেন ভালো গল্পের প্রতি। 

মৌসুমী-শাবনূর থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন শাকিব। অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। 

২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

ব্যক্তি জীবনে শাকিব খান এক পুত্রের জনক। ভালোবেসে ২০০৮ সালে সংসার সাজিয়েছিলেন অপু বিশ্বাসের সঙ্গে। গোপনই ছিল সেই সংসারের খবর। তবে খবরটি প্রকাশ্যে আসার পর দূরত্ব বাড়ে শাকিব-অপুর। শেষ পর্যন্ত ২০১৯ সালে ভেঙে গেছে তাদের দাম্পত্য জীবন। 

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৮ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।