সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

লকডাউনে ঈদফেরত জনস্রোত ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন, রবিবার।

লকডাউনে ঈদফেরত জনস্রোত ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন, রবিবার।

ফাইল ছবি, আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকা শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মানুষজনের যাতায়াত বন্ধ করতে ফেরিঘাটগুলোতে আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে রবিবার থেকে বলে জানিয়েছেন প্রশাসন।

গত দুই দিন মুন্সীগঞ্জের মাওয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে হাজার-হাজার মানুষ ভিড় করেছে। এদের অনেকে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

এমন পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেজন্য বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বিবিসি বাংলাকে বলেন, মাওয়া ফেরিঘাট এবং ধলেশ্বরী ব্রিজে দুই প্লাটুন বিজিবি এরই মধ্যে মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আন্ত:জেলা গণপরিবহন এবং ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। মানুষ জনের চলাচল নিরুৎসাহিত করার জন্য রাস্তায় এবং ফেরিঘাটে বিজিবি চেকপোস্ট থাকবে।

কর্মকর্তারা বলছেন, মাওয়া এবং পাটুরিয়ার ফেরিঘাটে শুক্র এবং শনিবার হাজার-হাজার মানুষ ভিড় করলে এক পর্যায়ে ফেরি দিয়ে লোকজনকে নদী পার করে দিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্টরা।

রবিবার যাতে এই পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিজিবি কড়া অবস্থানে থাকবে বলে কর্মকর্তারা বলছেন।

মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বিবিসি বাংলাকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটি যাতে ঠিকমতো বাস্তবায়ন হয় সেজন্য বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক জানান, জেলার তিনটি স্থানে বিজিবি চেকপোস্ট থাকবে। যাতে কেউ সে জেলার ভেতরে কিংবা বাইরে যেতে না পারে। 

তিনি বলেন, "আমরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চাই। সেজন্যই ব্যবস্থা।"

কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনা মোতাবেক মৃতদেহ বহনকারী গাড়ি, রোগী এবং পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।