মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

বৈধতা পাচ্ছেন ১৬ হাজার বীর মুক্তিযোদ্ধা

বৈধতা পাচ্ছেন ১৬ হাজার বীর মুক্তিযোদ্ধা

৩৯২টি উপজেলার ১৬ হাজার বীর মুক্তিযোদ্ধার গেজেটকে সঠিক বলে সুপারিশ করেছে উপজেলা যাচাই-বাছাই কমিটি।

সারা দেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনহীন ৩৯ হাজার ৯৬১ জন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তাদের তথ্যগুলো জামুকার সদস্যদের নেতৃত্ব অধিকতর যাচাই শেষে তাদের গেজেটের বৈধতা দেওয়া হবে। এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক ও মাহবুবুল আলম চাষীসহ এ ধরনের ব্যক্তিদের বিষয়ে জামুকার গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার অনুষ্ঠিত জামুকার বৈঠকে উল্লিখিত সিদ্ধান্ত হয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

এ প্রসঙ্গে জানতে চাইলে জামুকার মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল রোববার রাতে যুগান্তরকে বলেন, দেশের ৪৯১টি উপজেলার অনুমোদনহীন ৩৯ হাজার ৯৬১ জন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর মধ্যে তাদের তথ্য যাচাই-বাছাই শেষে ৩৯২টি উপজেলার প্রতিবেদন আমরা পেয়েছি। এর মধ্যে ১৬ হাজার বীর মুক্তিযোদ্ধার গেজেটকে সঠিক বলে সুপারিশ করেছে উপজেলা যাচাই-বাছাই কমিটি।

তথ্যগুলো জামুকার সদস্যদের নেতৃত্বে আরও অধিকতর যাচাই শেষে তাদের গেজেটের বৈধতা দেওয়া হবে। অন্যসব উপজেলার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জামুকার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিলের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষীসহ এ ধরনের ব্যক্তিদের বিষয়ে জামুকার গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকের রেজুলেশনে স্বাক্ষরের পর চূড়ান্ত জানা যাবে।’

জানা গেছে, রোববারের জামুকার বৈঠকে সভাপতিত্ব করেন জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৈঠকে জামুকার সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও সহিদুজ্জামান সরকার ছাড়া সব সদস্যই উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২-এর ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার সুপারিশ ছাড়া যাদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসাবে ‘বেসামরিক গেজেটে’ অন্তর্ভুক্ত হয়েছে, এ ধরনের ৩৯ হাজার ৯৬১ জনের তথ্য পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা কমিটির কাছে পাঠানো হয়।

সেই যাচাই-বাছাইয়ের ৩৯২টি উপজেলার প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী এসব উপজেলার কমবেশি ১৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেটের সঠিকতার প্রমাণ মিলেছে উপজেলা কমিটির প্রতিবেদনে। এসব বীর মুক্তিযোদ্ধার গেজেটের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে জামুকার বৈঠকে জামুকার অনুমোদনহীন বীর মুক্তিযোদ্ধাদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছিল।

এছাড়া জামুকার ৭২তম সভায় বঙ্গবন্ধুর খুনিদের খেতাব বাতিল ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষীসহ এ ধরনের ব্যক্তিদের খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।

জিয়ার খেতাব বাতিলের বিষয়ে সুপারিশ করতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের উপকমিটি গঠন করে জামুকা। সেই সব বিষয়েও জামুকার বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।