মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

শাওয়াল মাসের চাঁদ

আগামীকাল শুক্রবার (১৪ মে) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 

বুধবার বাদ মাগরিব (১২ মে) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার আয়োজন বিভিন্ন মসজিদে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া ‘স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশ’ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এসব জামাত। এছাড়াও সারাদেশের প্রায় সব মসজিদেই অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

বুধবার (১২ মে) সন্ধ্যা সাতটায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সে সভায় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোনো জায়গা থেকে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে রমজান ৩০টি পূর্ণ করে আগামী ১৪ মে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, অনলাইন ডেস্ক, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।