সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

কোভিড-১৯ এর আরেক শংকা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ

কোভিড-১৯ এর আরেক শংকা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ

করোনার আরেক শংকা ডেল্টা ভ্যারিয়েন্ট (প্রতীকী ছবি)

করোনাযুদ্ধে বিশ্বব্যাপী হতাহতের নিত্যকার খবর কারও অজানা নয়। বাংলাদেশে এ যুদ্ধেও প্রথম ঢেউ কিছুটা সামলাতেই ২য় ঢেউ উপস্থিত হয়। ১ম দফা ভ্যাকসিন কর্মসূচী শেষ না হতেই আলোচনায় আসে করোনার আরেক শংকা ডেল্টা ভ্যারিয়েন্ট। সীমান্তবর্তী জেলাসমূহে প্রতিদিনই করোনায় নতুন নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে; সঙ্গে করোনার এ ভ্যারিয়েন্টের নামটিও উঠে আসছে জোরেশোরে।

গোড়ার কথা

ডেল্টা ভ্যারিয়েন্টের শঙ্কা আমাদের দেশে নতুন হলেও এটি শনাক্ত হয় গত বছরের অক্টোবর মাসে ভারতের মহারাষ্ট্র প্রদেশে। একে চিহ্নিত করা হয়েছিল ই. ১.৬১৭ হিসেবে। এ ভ্যারিয়েন্টে স্পাইকের রিসেপ্টর বাইন্ডিং ডোমেইনে দুটি প্রোটিন ঊ৪৮৪ছ এবং খ৪৫২জ এ মিউটেশন ঘটায় এর নাম দেয়া হয় ডাবল মিউট্যান্ট।

গ্রীক অক্ষর অনুসরণে এর একটি অধিকতর সংক্রমণক্ষম শ্রেণীর নামকরণ করা হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট (ই.১.৬১৭.২)। ইংল্যান্ডের পাবলিক হেলথ অফ ইংল্যান্ড (চঐঊ) একে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন (ঠঙঈ) গোত্রে অন্তর্ভুক্ত করে। পরে ১১ মে বিশ^ স্বাস্থ্য সংস্থা এর অনুমোদন দেয়। ভ্যারিয়েন্টটির স্পাইক প্রোটিনের প্রায় ১৩-১৭ বার মিউটেশন ঘটে। এর মধ্যে ১৯জ, ১৫৬ফবষ, ১৫৭ফবষ, জ১৫৮এ, খ৪৫২জ,ঞ৪৭৮ক, উ৬১৪এ, চ৯৫০ঘ প্রভৃতি উল্লেখ্য।

ডেল্টা বিশ্বব্যাপী

গত অক্টোবর মাসে ভারতের পর ফেব্রæয়ারি মাসের শেষ দিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। মার্চ মাসে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সুইডেন; এপ্রিল মাসে বাংলাদেশসহ নেপাল, ইতালি, রাশিয়া; মে মাসে ফিলিপিন্স, ব্রাজিল, নাইজেরিয়া, কংঙ্গো, পাকিস্তানসহ পৃথিবীর প্রায় ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। গেøাবাল ইনিসিয়েটিড অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি)’র জিনোম সিকোয়েন্সিং রিপোর্টে যুক্তরাষ্ট্রে ৮৩.২%, ভারতে ৯২%, সিঙ্গাপুরে ৯১.৬%, কানাডায় ৩৯.৬%, রাশিয়ায় ৭১.৭%, জাপানে ২৭.৪%, অস্ট্রেলিয়ায় ২৯.২%, পর্তুগালে ৫৮.৬%, ইন্দোনেশিয়ায় ৬৭%, ফিনল্যান্ডে ৮৪.২%, দক্ষিণ কোরিয়ায় ৬৬.৭%এর ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়।

ডেল্টা ভ্যারিয়েন্টের যত ক্ষমতা

১. দ্রæত সংক্রমণশীল : ডিসেম্বরে শনাক্তের পর মাত্র তিন মাসের মধ্যে পুরো ভারতে দ্রæত ছড়িয়ে পড়ে এবং ভারতের দ্বিতীয় ঢেউয়ের জন্য এ ভ্যারিয়েন্টকে দায়ী করা হয় এবং এখন পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে সংক্রমণ ঘটায়।

২. অধিক সংক্রমনক্ষম : যুক্তরাজ্যের গবেষণায় এ ধরনটি আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ৪৩-৯০% অধিক সংক্রমণক্ষম বলে প্রমাণ মিলেছে।

৩. উপসর্গে তীব্রতা : সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গগুলো দ্রæতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাজ্যে মূল উপসর্গে- মাথাব্যথা, গলাব্যথা, সর্দি ও জ্বরের প্রকোপ বেশি; কাশি এবং ঘ্রাণ শক্তিহীনতা খুব একটা দেখা যাচ্ছে না। লক্ষণীয় যে, তরুণদের মধ্যে আক্রান্তের হার উল্লেখযোগ্য।

৪. অধিকহারে হাসপাতালমুখিতা : স্কটিশ গবেষকদের মতে, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের প্রায় দ্বিগুণ সংখ্যক হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। লেন্সেট পত্রিকা গত ১৪ জুন তাদের গবেষণা পত্রে এ তথ্য প্রকাশ করে।

৫. ভ্যাকসিনের কার্যকারিতা হ্রাস : উল্লেখযোগ্য না হলেও, ডেল্টা ধরনের ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতাও হ্রাস পায় বলে গবেষণায় প্রাপ্ত তথ্যে প্রমাণ মেলে। পাবলিক হেলথ ইংল্যান্ড (চঐঊ) এর মতে ডেল্টা ভ্যারিয়েন্ট অক্সফোর্ড ও ফাইজার দুই ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রায় ১০% কার্যকারিতা হ্রাস পেতে দেখা যাচ্ছে।

ডেল্টা প্লাস-নতুন আরেক রূপ

বিধ্বংসী ডেল্টা ভ্যারিয়েন্ট ফের রং বদলিয়েছে। স্পাইক প্রোটিনের ক৪১৭ঘ মিউটেশন ঘটেছে পুনরায়, যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে পরাভূত করতে সক্ষম। ভারতে এ ধরনটি সনাক্ত হয় গত মার্চ মাসে। যুক্তরাজ্যের জিনোম সিকোয়েন্সিং এর শতকরা ৬ ভাগ ডেল্টা প্লাস শ্রেণীর অস্তিত্ব পাওয়া যায় । এটি কিছু কিছু এন্টি ভাইরাল ড্রাগের কার্যকারিতাকেও হ্রাস করতে পারে। তবে গবেষকগণের মতে আক্রান্তের অসুস্থতা তীব্রতর করার সক্ষমতার প্রমাণ মেলেনি তাই এটিকে এখনও ভ্যারিয়েন্ট অফ কনসার্ন গোত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট

জিআইএসএআইডি এবং আইইডিসিআর সূত্র মতে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বাংলাদেশেও। যে ভ্যারিয়েন্টের জন্য ভারতের মতো দেশের স্বাস্থ্যব্যবস্থা এবং হাসপাতালসমূহের করোনা রোগীর ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার উপক্রম হিসেবে দায়ী করা হয়; বাংলাদেশে সে ভাইরাসের উপস্থিতি রীতিমতো শঙ্কার কারণ। সীমান্তবর্তী জেলাসমূহে রোগী শনাক্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক। স্থানীয়ভাবে লকডাউন কার্যকর করার পর পরিস্থিতি কিছুটা উন্নত হলেও ২০ জুনের স্বাস্থ্য বুলেটিনে সীমান্তবর্তী জেলাসমূহে রোগী শনাক্তের হার দেখা যায় ফরিদপুর-২৬%, গোপালগঞ্জ - ৪০%, মাদারীপুর- ১৯%, রাজবাডী-২৯%, টাঙ্গাইল- ৩১%, শেরপুর- ২৫%, রাজশাহী- ২৫%, চাঁপাইনবাবগঞ্জ- ১৭%, নাটোর- ৩৪%, নওগাঁ-৩৩%, বগুড়া- ২১%, রংপুর-২৪%, লালমনিরহাট- ৬২%, কুড়িগ্রাম- ৮১%, ঠাকুরগাঁও- ৩৬%, দিনাজপুর- ৩৬%, গাইবান্ধা- ৩৬%, বাগেরহাট- ৩৫%, চুয়াডাঙ্গা- ৪৭%, যশোর- ৩৮%, ঝিনাইদহ-৫৫%, খুলনা- ২৮%, কুষ্টিয়া- ৩০%, মেহেরপুর- ৪৪%, সাতক্ষীরা -৫০%।

সাম্প্রতিক আইইডিসিআর এর জিনোম সিকোয়েন্সিং এ চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও গোপালগঞ্জ থেকে সংগৃহিত নমুনার ৫০টির মধ্যে ৪০টিতেই (৮০%)ঝ ডেল্টা ভ্যারিয়েন্ট ভাইরাসের অস্তিত্ব মিলে। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ও আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ঢাকায় ৬০ জনের মধ্যে ৪১ জনেরই (৬৮%) ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত ছিলেন বলে ভাইরাসের অস্তিত্ব মিলে।

এহেন পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলোতে সরকার ও স্থানীয় প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউন নির্দেশাবলী এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহতার দিকে মোড় নিতে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিশিষ্টজনদের মতামত। স্থলবন্দরসমূহের মাধ্যমে চলাচলকৃত আমদানি/রফতানির কাজে ব্যবহৃত যানবাহনের যথাযথ জীবাণুমুক্তকরণ, চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা এবং কোভিড-১৯ প্রটোকল মানার বিষয়ে জোর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী। কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্রগুলোতে সীমান্তবর্তী জেলাসমূহ থেকে আগত রোগীদের প্রতি বিশেষ নজর দেয়াও আইইডিসিআর এর নির্দেশনা মোতাবেক জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ফলাফলের উপর ভিত্তি করে জনগণকে অধিকতর সচেতন করার উদ্যোগ নিতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ব্রাজিল বা ভারত যে ভ্যারিয়েন্টই হোক না কেন; আতঙ্কিত না হয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললেই সবধরনের ভ্যারিয়েন্ট প্রতিরোধ করা সম্ভব।


লেখক : সহকারী পরিচালক

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।