সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

জিন্স টপ পরায় নিজ পরিবারের হাতে নেহার মৃত্যু

জিন্স টপ পরায় নিজ পরিবারের হাতে নেহার মৃত্যু

প্রতীকী ছবি

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়েছে, আধুনিকতায় বিশ্বাসী ছিল নেহা নামের ভারতীয় এক কিশোরী। সে দেশটির উত্তর প্রদেশের একটি গ্রামে বসবাস করত। সাধারণ পোশাকের পাশাপাশি জিন্স-টপ পরতো সে। সম্প্রতি জিন্স প্যান্ট ও টপ পরায় তার দাদা ও চাচা তাকে নির্মমভাবে পেটায়। এতে নেহার মৃত্যু হয়।

জিন্স ও টপ পরায় নেহা পাশওয়ান (১৭) নামের এক কিশোরীকে পিটিয়ে হত্যা করেছে তার বাবার পরিবারের সদস্যরা। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ। বিবিসির খবরে আরও বলা হয়েছে, পিটিয়ে হত্যার পর নিজেদের অপরাধ ঢাকতে দাদা ও চাচা নেহার লাশ পানিতে ফেলে দেয়।

নেহার মা শকুন্তলা দেবী পাশওয়ানের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের দেওরিয়া জেলার সাবরেজি খড়গ গ্রামে বসবাস করেন তার শ্বশুর। নেহার আধুনিক পোশাক নিয়ে তার দাদার পরিবারের সঙ্গে তর্ক হয়। যে কারণে নেহাকে মারধর করেন তার ভাসুর ও শ্বশুর। মারধরের একপর্যায়ে নেহা জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই মারা যায় নেহা।

শকুন্তলা দেবী পাশওয়ান জানান, ঘটনা আড়াল করতে নেহার মরদেহ একটি সেতুর ওপর থেকে ফেলে দেওয়া হয়। কিন্তু মরদেহ পানিতে না পড়ে সেতুরই একটা অংশে আটকে যায় এবং ঝুলতে থাকে। পুলিশ পরে সেখান থেকে নেহার মরদেহ উদ্ধার করে।

উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর মামা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় নিহত নেহার দাদা-দাদি, চাচা-চাচি, চাচাতো ভাই ও মরদেহ বহন করা অটোরিকশার চালকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।