সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

২০ বছরের স্মৃতি এক ঘুমেই হারিয়ে ফেলার বিরল ঘটনা।

২০ বছরের স্মৃতি এক ঘুমেই হারিয়ে ফেলার বিরল ঘটনা।

মার্কিন যুবক ড্যানিয়েল ও তার পরিবার। ছবি : সংগৃহীত

এক ঘুমেই ২০ বছরের স্মৃতি হারিয়ে যাওয়ার এক বিরল ঘটনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে এক মার্কিন যুবকের সঙ্গে, তার নাম ড্যানিয়েল। ডেইলি মেইলের বরাত দিয়ে এক খবরে বলা হয়- ড্যানিয়েল নামের ঐ যুবক গত বছরের জুলাইয়ের এক সকালে ঘুম ভেঙে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন।

এ সময় তার স্বাভাবিক আচরণে দেখা যায়, নিজের স্ত্রী-পরিবারকে সে চিনতে পারছেন না। সে বলতে থাকে কোন এক অচিন বাড়ীতে তাকে আটকে রাখা হয়েছে তাকে? সঙ্গে যে নারী রয়েছেন, তিনিইবা কে? তিনি কি ড্যানিয়েলকে অপহরণ করেছেন?

গোটা ঘটনায় অবাক হয়ে যান তার স্ত্রী রুথ। কেন তাকে চিনতে পারছেন না ড্যানিয়েল? চমকের এখানেই শেষ নয়; কিছুক্ষণ পরেই আয়নার সামনে দাঁড়িয়ে ড্যানিয়েল প্রশ্ন করেন— আমি এ রকম বুড়ো ও মোটা হয়ে গেলাম কী করে? এর পরে নাকি ড্যানিয়েল স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। 

কী হয়েছিল ড্যানিয়েলের সঙ্গে? চিকিৎসকরা বলছেন— ৩৭ বছরের ড্যানিয়েলের সঙ্গে যা হয়েছে, তাকে চিকিৎসার পরিভাষায় বলা হয়— ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া’।

এই সমস্যায় অনেকেরই কিছুটা স্মৃতি বিলোপ হয়ে যায়। ড্যানিয়েলের সঙ্গে সেটিই হয়েছে মারাত্মকভাবে। এক ঘুমে ২০ বছরের স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ৩৭ বছরের ড্যানিয়েল নিজেকে স্কুলপড়ুয়া বলে ভাবছেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, ড্যানিয়েল দাবি করতে থাকেন— রুথ তাকে অপহরণ করে আটকে রেখেছেন। শেষ পর্যন্ত ড্যানিয়েলকে তার বাবা-মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। তাতেই তিনি বুঝতে পারেন কোথাও একটা গণ্ডগোল হচ্ছে।

কিন্তু এ সমস্যা কী যে কোনো কারও সঙ্গেই হতে পারে? চিকিৎসকরা বলছেন, ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়ার প্রধান কারণ মানসিক চাপ এবং আবেগতাড়িত সমস্যা।

ড্যানিয়েলেরও পেশাগত সমস্যা হচ্ছিল। আর সেটিই হয়তো স্মৃতি বিলোপের কারণ। তবে ড্যানিয়েলের ক্ষেত্রে বিষয়টি যতটা মারাত্মক হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তেমন হয় না। এক ঘুমেই ২০ বছরের স্মৃতি হারিয়ে যাওয়াটা বিরল বলে জানিয়েছেন তারা।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন, ঢাকা।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।