সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ

চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ

ফাইল ছবি

ফিক্সনিউজ : সংযুক্ত আরব আমিরাত’ দুবাইতে বসবাসরত প্রবাসী ব্যাবসায়ী ইলিয়াস বাংলাদেশী গণমাধ্যমে অভিযোগ করেন। প্রায় বিশ লাখ টাকা চাঁদা না দেয়ায় তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।  

ঘটনার বিবরণে ইলিয়াস জানান, তার বাড়ী চট্টগ্রাম জেলার পটিয়া থানার বোরটন ইউনিয়নের মধ্যমশাহ মিরপুর ৬ নং ওয়ার্ডের মুনছেফ আলী ডাক্তারের বাড়িতে। সে দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। বেশ কিছুদিন থেকে স্থানীয় এক প্রভাবশালী  ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে  স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করেন। পরে চাঁদা না দিলে বাড়িঘর ছেড়ে তার পরিবারকে চলে যেতে বলেন। অন্যথায় বিনামূল্যে বসতভিটা লিখে দিতে বলেন। 

কিন্তু ইলিয়াস এতে কর্ণপাত না করায় তার বাড়ির চারিপাশে বড়ই কাটা দিয়ে ঘিরে রাখেন সন্ত্রাসীরা। এতে ইলিয়াসের পরিবার বেশ কিছুদিন ধরে গৃহবন্দী অবস্থায় আছেন। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে ইলিয়াসের কলেজ পড়ুয়া ছেলে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সন্ত্রাসীরা। 

পরে বিষয়টি সন্ত্রাসীরা সন্ত্রাসীদের গডফাদার বলে খ্যাত চরলক্ষ্মা ইউ পি চেয়ারম্যান সুলেমান তালুকদারকে জানালে তার নির্দেশে সন্ত্রাসী মাহমুদুল হক, দিদারুল আলম, মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র সজ্জিত হয়ে ইলিয়াসের পরিবারের ওপর হামলে পড়ে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে উম্মে হাবিবা মুক্তা (১৮) ও তার স্ত্রী শাহানুর আক্তার (৩৫), তার ছেলে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রী পরীক্ষার্থী এনামুল হক (২৪) এবং তার বড় ভাই মো. হারুন ৬৫ গুরুতর আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্ণফুলী থানায় মামলা করার জন্য গেলে পুলিশ বিষয়টি মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক অভিযোগ হিসেবে গ্রহণ করেন। এদিকে পুলিশ মামলা গ্রহণ না করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এই প্রবাসী পরিবারটি।

এদিকে মোহাম্মদ ইলিয়াস জানান, এই ঘটনার পরেও সন্ত্রাসীরা অনবরত প্রাণ নাসের হুমকি দিয়ে যাচ্ছে। প্রভাবশালী চেয়ারম্যান তাদেরকে নানাভাবে ইন্ধন এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তার ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধসহ বসত ঘর ছাড়া হয়ে গেছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রাম শহরে অবস্থান করছে। এমতাবস্থায় মোহাম্মদ  ইলিয়াস হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী হেল্পডেক্স চট্টগ্রামসহ স্থানীয় প্রশাসনের কাছে তার পরিবারের জানমালের নিরাপত্তার জন্য সহযোগিতা চেয়েছেন।

খবর : ফিক্সনিউজ/আন্তর্জাতিকডেস্ক/নুর/ঢাকা

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।