মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

চালু হচ্ছে শেখ কামাল ক্রীড়া পুরস্কার

চালু হচ্ছে শেখ কামাল ক্রীড়া পুরস্কার

শেখ কামাল

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছেন। তার সেই অবদানের স্বীকৃতি হিসেবে প্রবর্তন করা হচ্ছে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার'।

চলতি বছর থেকে এ পুরস্কার দেয়া হবে। প্রতি বছরের ৫ আগস্ট শেখ কামালের জন্মদিনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, প্রতি বছর শেখ কামালের জন্মদিনে ছয় ক্যাটাগরিতে ১০টি পুরস্কার দেয়া হবে। এর মধ্যে খেলোয়াড় চারজন, উদীয়মান খেলোয়াড় একজন, সংগঠক দুইজন, সংস্থা বা ফেডারেশন একটি, আজীবন সম্মাননা একজন এবং সহযোগিতায় একটি পুরস্কার দেয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'গত বছর শেখ কামালের জন্মদিন পালন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ওই অনুষ্ঠানেই পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এ বছর এর বাস্তবায়ন করা হবে। এখন চলছে নীতিমালা তৈরির কাজ। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে নীতিমালা প্রণয়নসহ আনুষ্ঠানিকতা শেষ করতে পারব।'

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শেখ কামালের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশে নতুন ধারার ফুটবল বা আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা। তিনি ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা। ত্রীড়াঙ্গনে নতুন মাত্রা দিতে ১৯৭৩ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বিদেশি ফুটবল কোচ বাংলাদেশে নিয়ে এসেছিলেন। যুক্তরাজ্যের এ কোচের নাম হলো ব্রিহাট।

এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবে কাজ করেছিলেন'- বলেন জাহিদ আহসান রাসেল

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।