মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : হালিমার স্বপ্ন ও সংসার ছাই!

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : হালিমার স্বপ্ন ও সংসার ছাই!

চোখের সামনে বসত পুড়ছে রোহিঙ্গাদের। হালিমার আহাজারি (ইনসেটে)। ছবি-সংগৃহীত

>> রোহিঙ্গা! অত্যাচারিত এবং অতি নিপীড়িত একটি জাতিসত্তার নাম। তাদের ওপর জাতিগত নিধন কোনো নতুন বিষয় নয়। ১৯৬০-এর দশক থেকেই রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাদের পরিকল্পিত আক্রমণ চলে আসছে।

সবচেয়ে ভয়াবহ আক্রমণ হয় ২০১৭ সালে। ওই বছরেই বাংলাদেশে পালিয়ে আসে সাত থেকে আট লাখ রোহিঙ্গা। যার সাক্ষী মিয়ানমার-বাংলাদেশের সীমান্তে থাকা নাফ নদী। একটি বড় মানবিক সংকট প্রত্যক্ষ করে বিশ্ব।

২০১৭ সালে বাংলাদেশে আসা মিয়ানমারের নাগরিকের মধ্যে ছিলেন হালিমা বেগম (৩২)। সামরিক বাহিনীর অত্যাচারে জীবনের ঝুঁকি নিয়ে এ দেশে পালিয়ে আসেন তিনি। ঠাঁই হয় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে। দেশচ্যুত হলেও নতুন এক স্বপ্ন নিয়ে ভালোই যাচ্ছিল তার দিন। কিন্তু এক আগুনে তার স্বপ্ন ও সংসার ছাই হয়ে গেল।

স্বামী বোরহান উদ্দিনকে নিয়ে ছিল হালিমার সংসার। তাদের সংসারে ছিল দুই ছেলে ও এক মেয়ে। পরিবার-পরিজন নিয়ে সুখেই ছিলেন তিনি। কিন্তু সোমবারের (২২ মার্চ) আগুন তার সব ছিনিয়ে নিল। মাথা গোঁজার শেষ আবাসস্থলও শেষ। 

নিজের হাতে গোছানো সংসারের সকল জিনিসপত্র পুড়ে ছাই। এমনকি পরিবারের কারও হদিস পাচ্ছেন না তিনি। স্বামী-সন্তানের খোঁজে হালিমা দিগ্বিদিক ছুটোছুটি করছেন। তার কোলের শিশু যে অনাহারে আছে সেটিও ভুলে গেছেন। 

হালিমা বেগম অশ্রুসিক্ত কণ্ঠে গণমাধ্যমে বলেন, ‘আমি নিঃস্ব! আমি শেষ! আগুনের পর থেকে আমার স্বামী, সন্তান কাউকে খুঁজে পাচ্ছি না। আমার ছোট ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আমি আবার রাস্তায় চলে এসেছি। তারা বেঁচে আছে কি না তাও জানি না। মিয়ানমারের লোক আমার সব নিয়া গেছিল, এই আগুনও আমার সব শেষ করে দিল। আমি কি নিয়া বাঁচুম।’

শুধু হালিমা বেগম নয়, অগ্নিকাণ্ডের শিকার হওয়া প্রত্যেক রোহিঙ্গার এখন একই অবস্থা। আহাজারিতে জর্জরিত গোটা এলাকা। আবাসস্থল হারিয়ে রাস্তার পাশে ও জঙ্গলে দিন কাটছে তাদের। অপরিকল্পিতভাবে ঘর তোলায় এমনটি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে গৃহ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। কিন্তু তাতেও অনেকের মানা। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে প্রায় ১২ হাজার রোহিঙ্গা সেখানে গেছেন। আরও যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু তার আগেই আগুনের হানা।

সোমবারের (২২ মার্চ) এই আগুনে এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। তবে জাতিসংঘের শরণার্থী–বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে অগ্নিকাণ্ডে ১৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৪০০। 

গৃহহীন রোহিঙ্গাদের অনেকের দাবি, পরিকল্পিতভাবে ক্যাম্পে আগুন দিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত এবং নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত করতে চায় তাঁরা। অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও সেটি পরিকল্পিত কি না, সে ব্যাপারে নিশ্চিত নয় প্রশাসন।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘যে সকল রোহিঙ্গা বাড়িঘর হারিয়েছেন, তাদের তালিকা তৈরি করে এনজিও এবং সরকারের পক্ষ থেকে পুনরায় ঘর তৈরি এবং প্রয়োজনীয় সামগ্রী দেয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ঘর তৈরি হয়েছে বলে আমার কাছে খবর আছে। 

কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত সবাই সুযোগ সুবিধা পাবেন।’

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৩ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।