সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

সরকারি কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

সরকারি কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

নিহত সরকারি কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলাম। ছবি- সংগৃহীত

>> টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি কর্মকর্তা খন্দকার রেদওয়ানা ইসলামকে (৩৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ানা জেলা কালচারাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার বাড়ি রংপুরের চিলমারী উপজেলায়। নিহতের স্বামী দেলোয়ার হোসেন মিজান ভোলার সোস্যাল ইসলামী ব্যাংকে চাকরি করেন। বর্তমানে স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, গত ২২ মার্চ গর্ভবতী অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি হন রেদওয়ানা। ওই দিনই সিজার করে তার মেয়ে সন্তান জন্ম হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর নিহতের মামি ২৭ মার্চ দুপুরে রেদওয়ানা ও তার স্বামীকে রুমে রেখে হাসপাতালের অন্যত্র বেডে ওই নবজাতককে দুধ খাওয়াতে যান। ফিরে এসে তিনি রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার অনিমেশ কুমার ভৌমিক ঘটনাস্থলে আসার পর রুমের অপর একটি চাবি দিয়ে দরজা খুলে রেদওয়ানাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান অনিমেষ।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক প্রতিনিধি/এফওয়াই/২৮ মার্চ, ২০২১

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।