সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ ঢাকা, বাংলাদেশ
সংবাদ

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার ও ভেষজ বাগান স্থাপন

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার ও ভেষজ বাগান স্থাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টেকনাফ (কক্সবাজার) এ স্থাপিত বঙ্গবন্ধু কর্নার।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার ও ভেষজ বাগান স্থাপন করা হয়েছে । বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক দেয়ালিকা এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর প্রকাশিত বিভিন্ন বই স্থান পেয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, একটি চেতনা ও উপলব্ধির নাম ।  মানুষের অধিকার রক্ষা ও মুক্তি নিশ্চিত করে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু তার পুরো জীবন উৎসর্গ করেছেন । 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অনুপ্রেরণা, তাঁর অপরিসীম ত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশের বসবাস করতে পারছি। তাঁর প্রেরণাতেই আমরা দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছি । জাতি তাঁর প্রতি স্বশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আজ মহাসমারোহে তাঁর জন্মশতবার্ষিকী পালন করছে । জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী জাতির সামনে তুলে ধরতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার  ও ভেষজ বাগান স্থাপন করা হয়েছে । তিনি বলেন, এর মাধ্যমে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে তরুণ প্রজন্ম জানতে পারবে, পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস ।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত আলোকচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে । তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নানামুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে । যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছি । উক্ত কর্ণারে তাঁর বাস্তব জীবনের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত বিভিন্ন আলোকচিত্রের মাধ্যমে আজকের তরুণ প্রজন্ম জাতির পিতার ভাবাদর্শে উদ্ধুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন।  বঙ্গবন্ধু কর্নার স্থাপনে আর্থিক ও সার্বিক সহযোগিতা করায় উখিয়া-টেকনাফ আসনের সাংসদ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । এছাড়াও তিনি জানান, অতি শীগ্রই জনসাধারণের জন্য বঙ্গবন্ধু কর্নার উন্মুক্ত করা হবে।

খবর : টাইম বাংলা ম্যাগাজিন।

এই কুইজে


- জন
অংশগ্রহণ করেছেন
আপনিও রেজিষ্ট্রেশন করুন


ক্যানভাসে বঙ্গবন্ধু

ক্যানভাসে বঙ্গবন্ধু

১৪ আগস্ট ২০২০

আজ আপনার জন্য আর কোন পরীক্ষা নেই!

শিরোনাম:
   নিজের সন্তানের প্রতি বাবার লেখা খোলা চিঠি!        ড. মুহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ।        ইমরান খানের প্রশ্ন” কে ছিলো প্রকৃত বিশ্বাসঘাতক ? ইয়াহিয়া না’কি শেখ মুজিব।        চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা অফিসারের অভ্যুত্থান, নাকি হত্যাকাণ্ড?        র‌্যাবের মহাপরিচালক (ডিজি) নতুন দায়িত্বে ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।        কৃষি শিক্ষার একমাত্র উদ্দেশ্য দেশের উৎপাদন বৃদ্ধি        এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ২০৪ কোটি ডলার        তীব্র তাপপ্রবাহে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, মাথা ধরা, পেটের অসুখের প্রতিকার এই চার খাবারে        গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত।        হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি        দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ        চাঁদার না দেয়ায় প্রবাসী ব্যাবসায়ী ও পরিবারের উপর হামলার অভিযোগ        শরীরে পানির অভাবে বাড়তে পারে হিট স্ট্রোকের ঝুঁকি।        টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না।